Posts

https://www.purusattom.com/

IMC Himalayan berry juice 's Benifit in Bangla

Image
  IMC Himalayan berry juice 's            Benifit in Bangla     হিমালয়ান বেরীর জুসের উপকারিতা                   Benefits of Himalayan berry juice IMC হিমালয়ান বেরি জুসের উপকারিতা সম্পর্কে কিছু তথ্য জানানো আগে  IMC company বিষয়ে কিছু তথ্য  : বর্তমান ভারতবর্ষের দের কোটি লোক IMC company সম্পর্কে জানেন ।   এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা( W.h.o) দ্বারা প্রত্যয়িত একটি সংস্থা( company ) যা জৈব পণ্য তৈরি করে এবং ভেষজ ক্ষেত্রে এটির একটি বড় নাম রয়েছে। আইএমসি কোম্পানির product গুলি খুব কার্যকর। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দারুণ কাজ করছে। IMC হিমালয়ান বেরীর উপকারিতা :     আমরা রামায়ণে পড়েছি , যখন রাম- রাবনের যুদ্ধে লক্ষ্মণ  অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখন হনুমান  হিমালয় পর্বতে গিয়ে "সঞ্জীবনী বুটি" নিয়ে এসেছিলেন তা আসলে একটি হিমালয় বেরি যা লেহ-লাদাখে পাওয়া যায়। হিমালয়ান বেরিকে ইংরেজিতে Sea Buckthorn  বলা হয়। এটি এক ধরনের ঔষুধ যা প্রায় 30 বিলিয়ন বছর ধরে পৃথিবীতে উপস্থিত ছিল বলে মনে করা হয়।       টক স্বাদের এই রসালো ফলটি শুধু খেতেই সুস্বাদু নয়, এর ফল,

Images of Thakur Anukul 's grandson Acharya Deb Dada

Image
    প্রিয়প্রাণনাথ (মহাবিশ্বের তৃতীয় পুরুষ), পরমপূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদা (অশোক রঞ্জন চক্রবর্তী) ১৬ ডিসেম্বর সকাল ৯:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস বন্ধ করেন।  69 বছর পুরানো, তার নাশ্বর জীবনের সমাপ্তি। আগে জানতে না। সকল প্রচেষ্টাকে বন্টন সিস্টেম জয় হয়। বিশ্বব্রহ্মাণ্ডের প্রিয়প্রাণনাথ (পুরুষ), পরমপুজ্যদ আচার্য দেব শ্রী শ্রী দাদা (অশোক রাণ চক্রবর্তী) ১৬ ডিসেম্বর সকাল ৯:৪০ মিনিটে শেষ নিঃশ্বাসত্যাগ করেন।   69 বছর পুরানো, তার নাশ্বর জীবনের সমাপ্তি। আগে জানতে না। জিনিস সিস্টেম সকল প্রচেষ্টাকে বাধা দেয় জয়ী। ঠাকুর বিকল্পের নাতি আচার্য দেব শ্রী শ্রী দাদা অশোক রঞ্জন চক্রবর্তী।       পরমপূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদা সৎসঙ্গও তৃতীয় প্রজন্ম পুরুষ এবং জীবন্ত মানুষ এখন। আজ, স্থান বিশ্ব নর-নারী শ্রী শ্রী দাদাকে কেন্দ্র করে লক্ষ্যপথ খুঁজে বের করা এবং খুঁজে বের করা। আজ শ্রীশ্রীদাদার আশীর্বাদে বিশ্বে লঞ্চের বন্যা হচ্ছে। হাজার হাজার মানুষ সঠিক পথ। একজন মৃত ব্যক্তি অনুপ্রেরণা খুঁজে পায় পূজনীয় শ্রী শ্রী দাদা পূজনীয় শ্রী শ্রী দাদা পিতা ও পুত্র পূজনীয় শ্রী শ্রী দাদা পিতা, পুত্র ও পুত্র পৌত্র পূজনীয

Prathan Acharya Deva Ashok Ranjan Chakrabarti Deoghar

Image
Prathan Acharya Deb Ashok Ranjan Chakrabarti Deoghar Pujyapad Shree Shree Dada                                                          প্রাণপুরুষের "মহাপ্রয়াণ'              ঠাকুর শ্রী শ্রী অনুকুলচন্দ্র আশ্রমের প্রধান আচার্যদেব অশোক দা আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।                  সৎসঙ্গ হল শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত একটি সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র এবং মহান আধ্যাত্মিক নেতা পরম পূজ্যপাদ শ্রীশ্রীশ্রী অশোক চক্রবর্তী, ঠাকুর অনুকূল চন্দ্রের উদ্দেশ্য, উক্তি এবং আদর্শকে দেশের ও দেশের বাইরের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। পিতা শ্রীশ্রী বড়োদার মৃত্যুর পর তিনি দেওঘরে সৎসঙ্গ আশ্রমের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছিলেন।              🌺  পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদার 🌺                           পিতা ও জন্মস্থান                   পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথ চক্রবর্তীর ( যিনি 'শ্রীশ্রী বড়োদা' নামে পরিচিত )  ঘরে সন 19

Good night wish video

Image