https://www.purusattom.com/

শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের অমৃত বাণী - Amrit Bani of Sri Sri Tagore Anukul Chandra

 শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের অমৃত বাণী - Amrit Bani of Sri Sri Thakur Anukul Chandra

   

          শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের অমৃত বাণী । Amrit Bani of Sri Sri Tagore Anukul Chandra


            

https://www.purusattom.com/2022/08/amrit-bani-of-sri-sri-tagore-anukul.html
পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর



ভূমিকা-


      ভারতবর্ষ একটি পুণ্যভূমি । ভারতবর্ষের আধ্যাত্মিক দিক থেকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যুগে যুগে ভারতবর্ষের ধর্মের ক্ষেত্রে এক একজন মহাপুরুষ আবির্ভূত হয়ে এক একটি যুগ প্রতিষ্ঠা  করে গেছেন। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন এমনই এক মহাপুরুষ যিনি ধর্মের সঙ্গে কর্মকে সমন্বিত করে গেছেন। মানুষের প্রাত্যহিক জীবন চর্যার মধ্য দিয়ে ধর্মের সত্যকে রূপায়িত করে তোলার কতকগুলি সুনির্দিষ্ট পথ দেখিয়ে দেন। এদিক দিয়ে ঠাকুর নিঃসন্দেহে এক বিশেষ যুগ প্রয়োজন সিদ্ধ করে যান এবং মানুষের বহু আত্মিক সমস্যার সমাধান করে যান।

শ্রী শ্রী ঠাকুরের  জীবনী ও কথামৃত গ্রন্থটি আয়তনে বৃহৎ না হলেও ঠাকুরের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলিকে সুন্দর ভাবে  সন্নিবেশিত করা হয়েছে। এই গ্রন্থটির একটি বিশেষত্ব হল এই যে, ঠাকুরের যে সব ভক্তগণ বিপদকালে  ঠাকুরকে স্মরণ করে অলৌকিক ভাবে উদ্ধার লাভ করেন, তাঁদের নিজস্ব জবানবন্দীতে তাদের অভিজ্ঞতার কথাগুলি যথাযথভাবে বিবৃত করা হয়েছে। গ্রন্থখানির আর একটি বিশেষত্ব হল ঠাকুরের অসংখ্য বাণী ও কথামৃতগুলির সংযোজন।

          শ্রী শ্রী  ঠাকুরের আধ্যাত্মিক বাণী বহু মানুষকে মুগ্ধ করত। আজও সে সব সমানভাবে প্রাসঙ্গিক। দেওঘরে সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

  পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের কিছু অমৃত বাণী নিঢে দেওয়া হলো ।


১. মাটির শরীর মাটি হবে মাটি ছাড়া নাই বিধান, মাটিরে তুই কররে খাঁটি অমৃতেরই এনে নিদান।


২. কেউ যদি তোমার নিন্দা করে করুক, কিন্তু খেয়াল রেখো তোমার চলন চরিত্রে নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমে স্থিতিলাভ করতে না পারে, তাহলে নিন্দা ব্যর্থ হয়ে উঠবে এমনিতেই।


৩. অশিক্ষিতকে শিক্ষা দেওয়া বরং অনেক সোজা হয়,কুশিক্ষিতদের শিক্ষক হওয়া সেটাই কঠিন কাজ সোজা নয়।


৪. যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে, পেয়ে বসবে সে দোষ তোমায় দেবে না পা বাড়াতে ।


৫. "সহিতে তুমি না পারো যদি অন্যের কটু ব্যবহার, কেমন করে সইবে তারা তোমার তিক্ত অত্যাচার" ।


৬. "কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তাকে বুঝিয়ে বলিস সমবেদনা ভোরে" ।


৭. "হীরক যেমন কয়লা প্রভৃতি আবৰ্জ্জনায় থাকে, উত্তমরুপে পরিষ্কার না করলে 

সেটার জ্যেতি বেরোয় না, তেমনই তিনি

তো সংসারে অতি সাধারন জীবের মত থাকেন, কেবল প্রেমের প্রভাবেই তাঁর দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। 

প্রেমই তাঁকে ধরতে পারে। 

প্রেমের সঙ্গ কর, তিনি আপনিই প্রকট।

হবেন" ।


৮. "কারো সাহায্য যখন তুমি না পাও, তখন পিতার কাছে যাও । সে তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। কৃতজ্ঞতাবোধ থাকতে হবে নচেৎ অমানুষ সেই সন্তান"।


৯. "তোমার মন যত নির্মল হবে, তোমার চোখ ততই নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে "


১০. "তুমি যাই দেখ না কেন, অন্তরের সহিত দেখাই সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা কর, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেল" ।


১১. হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি এক একটি মত ।


১২. "এটা খুবই সত্য কথা যে, মনে যখনই অপরের দোষ দেখবার প্রবৃত্তি এসেছে তখনই ঐ দোষ নিজের ভিতরে এসে বাসা বেধেছে। তখনই কালবিলম্ব না করে ওই পাপপ্রবৃত্তি ভেঙ্গেচুরে ঝেটিয়ে সাফ করে দিলে তবেই নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে”।


১৩ . সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছিবে, সন্দেহ নাই ।

১৪ . আকুল প্রাণের আবেগ নিয়ে যা'কে যেমন বাসবে ভালো, সততারই উচ্ছলতায়- তেমনি সে হয় জীবন-আলো





Comments