শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী 'দাম্পত্য জীবন'
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া বাণী দাম্পত্য জীবন বিষয় : দাম্পত্য জীবন। বৈশিষ্ট্য উদ্দাম যেথা অবাধ আদান, উদ্বুদ্ধ আদর্শানতি, স্ত্রী-পুরুষে একই রতি, ইষ্ট উদ্বোধনে করে উভে আত্মদান; এমন স্থলেতে মূর্ত্ত হয় ভগবান, অমরণ নীতি-পথে করে আগুয়ান।১। সজীব যেমন যৌন-জীবন সুন্দর সদাচারী, দীপ্ত কৃতী তেমনই সে-জন আয়ুর অধিকারী।২। পতিপ্রাণা দক্ষা নারীর সেবাসুন্দর তৃপ্তি-চলন, পুরুষ-বুকে দীপ্তি আনে বৃদ্ধিতে দেয় উপঢৌকন।৩। তৃষ্ণাভরা তৃপ্তবুকে স্বামীর প্রতি অনুরাগ, এমন নারীর সহবাসে বর্দ্ধনা পায় পুণ্য ফাগ।৪। শতেক কাজের সমাধানেও স্বামীচর্য্যায় হয় না বাধা, পতিপ্রাণা নারীজীবনে দেখবি কেমন এইটি সাধা।৫। লক্ষ কাজে ব্যস্ত থেকেও স্বামী সোহাগভরে কোন ফাঁকেতে সময় ক'রে স্বামীর তোয়াজ করে, আলোচনায় সৎ কথাটি উদ্দীপনী রতি, এমনি মেয়েই লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি।৬। অযুত কাজের মাঝ থেকেও আগ্রহেরই বলে উদ্দীপনী আবেগ নিয়ে বুদ্ধি-সুকৌশলে, ফিক
Comments