https://www.purusattom.com/

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য

                * শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য * শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।। ****************************                             (১ম পর্ব)                      ভগবানের আবির্ভাব নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ-নিজ বৈশিষ্ট্যে উদ্দাম ও অবাধ হয়, উভয়ের উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মূঢ় করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া ওঠে---তেমনতর প্রকৃতি ও পুরুষেই ভগবান মূর্ত্ত হইয়া আবির্ভূত হন, আর, জীব ও জগৎকে সংবৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন ! ১৮৪। (চলার সাথী)  যে প্রকৃতি ও পুরুষকে অবলম্বন করে বর্তমান পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, এই ধরাধামে---সেই লীলা-কাহিনী বর্ণনা করার মত সাধ্য এবং সাধনা আমার নেই। তথাপি অপটু লেখনীতে বিধৃত করার চেষ্টা করলাম। লেখনীর ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিলে সহৃদয় পাঠকদের কাছে চিরঋণী থাকব।   * * * * * *                                                              * অবিভক্ত বাংলার পাবনা * শহরের কমবেশী তিন কি. মি. পশ্চিমে পদ্মার উত্তর তীরের জঙ্গলে প

Images of Thakur Anukul 's grandson Acharya Deb Dada

    প্রিয়প্রাণনাথ (মহাবিশ্বের তৃতীয় পুরুষ), পরমপূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদা (অশোক রঞ্জন চক্রবর্তী) ১৬ ডিসেম্বর সকাল ৯:৪০ মিনিটে শেষ নিঃশ্বাস বন্ধ করেন।

 69 বছর পুরানো, তার নাশ্বর জীবনের সমাপ্তি। আগে জানতে না। সকল প্রচেষ্টাকে বন্টন সিস্টেম জয় হয়। বিশ্বব্রহ্মাণ্ডের প্রিয়প্রাণনাথ (পুরুষ), পরমপুজ্যদ আচার্য দেব শ্রী শ্রী দাদা (অশোক রাণ চক্রবর্তী) ১৬ ডিসেম্বর সকাল ৯:৪০ মিনিটে শেষ নিঃশ্বাসত্যাগ করেন।

  69 বছর পুরানো, তার নাশ্বর জীবনের সমাপ্তি। আগে জানতে না। জিনিস সিস্টেম সকল প্রচেষ্টাকে বাধা দেয় জয়ী।








ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি







ঠাকুর বিকল্পের নাতি আচার্য দেব শ্রী শ্রী দাদা অশোক রঞ্জন চক্রবর্তী।

      পরমপূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদা সৎসঙ্গও তৃতীয় প্রজন্ম

পুরুষ এবং জীবন্ত মানুষ এখন। আজ, স্থান বিশ্ব নর-নারী শ্রী শ্রী দাদাকে কেন্দ্র করে লক্ষ্যপথ খুঁজে বের করা এবং খুঁজে বের করা। আজ শ্রীশ্রীদাদার আশীর্বাদে বিশ্বে লঞ্চের বন্যা হচ্ছে। হাজার হাজার মানুষ সঠিক পথ। একজন মৃত ব্যক্তি অনুপ্রেরণা খুঁজে পায়





ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পূজনীয় শ্রী শ্রী দাদা



ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পূজনীয় শ্রী শ্রী দাদা


ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পিতা ও পুত্র

ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পূজনীয় শ্রী শ্রী দাদা

ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পিতা, পুত্র ও পুত্র পৌত্র

ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পূজনীয় শ্রী শ্রী দাদার পরিবার

ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পূজনীয় শ্রী শ্রী দাদা

ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি
পূজনীয় শ্রী শ্রী দাদার পাদুকা

ঠাকুর নির্বাচনের নাতি আচার্য দেব দাদার ছবি

শ্রী শ্রী দামিয় সুধায় আপন শক্তি।

      পরমপূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কিছু ছবি ও বাণী এখানে করা হয়েছে।

         

            


         

       



       








বদোদা, আচার্য দেব দাদা, বাবা













আচার্য দেব দাদা আর শ্রদ্ধা মন্তপ


















    

পূজনীয় মেজদা















Comments