Posts

Showing posts with the label শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র

https://www.purusattom.com/

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য

                * শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য * শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।। ****************************                             (১ম পর্ব)                      ভগবানের আবির্ভাব নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ-নিজ বৈশিষ্ট্যে উদ্দাম ও অবাধ হয়, উভয়ের উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মূঢ় করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া ওঠে---তেমনতর প্রকৃতি ও পুরুষেই ভগবান মূর্ত্ত হইয়া আবির্ভূত হন, আর, জীব ও জগৎকে সংবৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন ! ১৮৪। (চলার সাথী)  যে প্রকৃতি ও পুরুষকে অবলম্বন করে বর্তমান পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, এই ধরাধামে---সেই লীলা-কাহিনী বর্ণনা করার মত সাধ্য এবং সাধনা আমার নেই। তথাপি অপটু লেখনীতে বিধৃত করার চেষ্টা করলাম। লেখনীর ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিলে সহৃদয় পাঠকদের কাছে চিরঋণী থাকব।   * * * * * *                                                              * অবিভক্ত বাংলার পাবনা * শহরের কমবেশী তিন কি. মি. পশ্চিমে পদ্মার উত্তর তীরের জঙ্গলে প

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "বিবাহ"

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "বিবাহ" আজকের অংশবিশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া।         বিষয় : *বিবাহ*  ইষ্ট-স্বার্থপ্রতিষ্ঠা যা'র      পরিণয়ের মূলে, তা'রই বিয়ে সার্থক হয়      বংশ ওঠে দুলে'।১। বিয়ে-ব্যাপারে সবার আগে      বর্ণের হিসেব করিস, তা'র সাথেতেই বংশটিকে       বেশ খতিয়ে দেখিস; বংশ দেখে শ্রদ্ধা হ'লেই         স্বাস্থ্য দেখিস কেমন তা'র, তা'র সাথে তুই বাজিয়ে নিবি       স্বভাব-অভ্যাস-ব্যবহার; এ-সবগুলির সুসঙ্গতি        মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর ক'রে         কর্ম্মের ওজন তা'য়; পারম্পৰ্য্যে এইগুলি সব        মিলিয়ে দিলে বিয়ে, প্রায়ই দেখিস ঠকবি না তুই         মরবি না বিষিয়ে।২। সবাইকে জয়গুরু। যে-পুরুষে করলে বিয়ে        শ্রেষ্ঠ পানে ধাও, হৃদয় খুলে যা'র কাছেতে        দীপন পুষ্টি পাও, বংশে শ্রেষ্ঠ পিতৃতুল্য         কিংবা শ্রেষ্ঠতর, সেই পুরুষে করলে বরণ         হবে না ইতর।৩। ইষ্টানুগ নতি তুমি       যেথায় দেখতে পাবে, কর্ম্মকুশল দক্ষ-নিপুণ