Posts

Showing posts with the label অনুশ্রুতি' গ্রন্থের বাণী

https://www.purusattom.com/

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "বিবাহ"

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "বিবাহ" আজকের অংশবিশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া।         বিষয় : *বিবাহ*  ইষ্ট-স্বার্থপ্রতিষ্ঠা যা'র      পরিণয়ের মূলে, তা'রই বিয়ে সার্থক হয়      বংশ ওঠে দুলে'।১। বিয়ে-ব্যাপারে সবার আগে      বর্ণের হিসেব করিস, তা'র সাথেতেই বংশটিকে       বেশ খতিয়ে দেখিস; বংশ দেখে শ্রদ্ধা হ'লেই         স্বাস্থ্য দেখিস কেমন তা'র, তা'র সাথে তুই বাজিয়ে নিবি       স্বভাব-অভ্যাস-ব্যবহার; এ-সবগুলির সুসঙ্গতি        মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর ক'রে         কর্ম্মের ওজন তা'য়; পারম্পৰ্য্যে এইগুলি সব        মিলিয়ে দিলে বিয়ে, প্রায়ই দেখিস ঠকবি না তুই         মরবি না বিষিয়ে।২। সবাইকে জয়গুরু। যে-পুরুষে করলে বিয়ে        শ্রেষ্ঠ পানে ধাও, হৃদয় খুলে যা'র কাছেতে        দীপন পুষ্টি পাও, বংশে শ্রেষ্ঠ পিতৃতুল্য         কিংবা শ্রেষ্ঠতর, সেই পুরুষে করলে বরণ         হবে না ইতর।৩। ইষ্টানুগ নতি তুমি       যেথায় দেখতে পাবে, কর্ম্মকুশল দক্ষ-নিপুণ