Posts

Showing posts with the label thakur

https://www.purusattom.com/

Pujaniya Acharya Shri shri Babai Da ' s' photos collection

Image
 পূজনীয় আচার্য শ্রী শ্রী বাবাই দা'র ছবির সংগ্রহ ।। আদর্শ মানুষের পরিচিতি। সন্তানের সু-সন্তান, সন্তানের সু-পিতা, সু-মাতা, স্বামীর সু-স্ত্রী, স্ত্রী সু-স্বামী, সমাজের সুবন্ধু এবং রাষ্ট্রের সু-নাগরিক একটা মানুষ যদি পরিচিতি লাভ করতে পারে তাহলে তাকে একজন আদর্শ মানুষ বলা যেতে পারে। এই আদর্শ মানুষ যতটা জন্মাবে তার নামক সবুজ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হবে। আমাদের ঈপিত আদর্শ একজন ব্যক্তিকে আদর্শের জন্য প্রয়োজন, আবার সেই ব্যক্তির একজন আদর্শ হতে হবে তারপিতা পরমপিতার আদর্শ অনুযায়ী উপযুক্ত একজন জায়া-র (অর্থাৎ যার মাধ্যমে পুত্র সন্তান জন্মাবেন)। আর তারজন্য প্রয়োজন যুগ পুরুষোত্তমের নিয়ম বৈধ ও সুপ্রজন সংস্কারে গুরুত্ব দেওয়া। যেমন গুরুত্ব দেওয়া হয় একটা আদর্শ পেডিগ্রীড ফুটবল তৈরির জন্য! সেই গুরুত্ব টা ধরে পালন করার জন্য পিতৃপক্ষ পালন করতে হবে।   তাই, সব ছেলের পরমপিতা শ্রীশ্রীঠাকুর তৈরি চন্দ্র বললেন, ''.....পরমপিতা বিশ্বধাতা, আর, আমরা হলাম আমাদের স্ব-ভাগ্যবিধাতা। স্রেষ্টার বেটা সেও এক স্বতন্ত্র স্তান। যার মতো চায়, সেচ্যুত করার ব্যবস্থা হয়।' পুজানিয়া আচার্য দেব বাবাই দা পরমপিতা হ

Prathan Acharya Deva Ashok Ranjan Chakrabarti Deoghar

Image
Prathan Acharya Deb Ashok Ranjan Chakrabarti Deoghar Pujyapad Shree Shree Dada                                                          প্রাণপুরুষের "মহাপ্রয়াণ'              ঠাকুর শ্রী শ্রী অনুকুলচন্দ্র আশ্রমের প্রধান আচার্যদেব অশোক দা আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।                  সৎসঙ্গ হল শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত একটি সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র এবং মহান আধ্যাত্মিক নেতা পরম পূজ্যপাদ শ্রীশ্রীশ্রী অশোক চক্রবর্তী, ঠাকুর অনুকূল চন্দ্রের উদ্দেশ্য, উক্তি এবং আদর্শকে দেশের ও দেশের বাইরের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। পিতা শ্রীশ্রী বড়োদার মৃত্যুর পর তিনি দেওঘরে সৎসঙ্গ আশ্রমের যাবতীয় কার্যক্রম পরিচালনা করছিলেন।              🌺  পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদার 🌺                           পিতা ও জন্মস্থান                   পূজ্যপাদ শ্রী শ্রী দাদা শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জেষ্ঠ পুত্র অমরেন্দ্রনাথ চক্রবর্তীর ( যিনি 'শ্রীশ্রী বড়োদা' নামে পরিচিত )  ঘরে সন 19