Posts

Showing posts with the label anukul chandra Pujaniya Acharya Shri shri Babai Da Satsang Deoghar MAA Durga gif images দূর্গা পূজা শুভেচ্ছা Happy Durga Puja wishes

https://www.purusattom.com/

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী " সমাজ "

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী " সমাজ   সকল ইষ্টপ্রাণ ভাই-বোন, দাদা-দিদিদের আমার আন্তরিক জয়গুরু। সবার জন্য একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা রইলো পরমপিতার রাতুল চরণে--- আজকের অংশবিশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া অমৃত বাণী।                                    বিষয়-: সমাজ                                    সব বৈশিষ্ট্যের স্বতঃ গতি        এক আদর্শে হ'লে, পারস্পরিক সুহৃৎ চলায়          সমাজ তা'কেই বলে।১। সমাজই তো উপচে উঠে           রাষ্ট্রে দীপ্তি পায়, বিধান-মাফিক সটান চলায়             বর্দ্ধনাতে ধায়।২। এক আদেশে চলে যা'রা           সমাজ গজায় জানিস্ তা'রা।৩।            ফের ওরে ফের ইষ্টদেবের              স্বার্থলাভে জীবন ব', ধন্য হ'বি, মান্য পাবি,        অমর সুধায় অমর হ'।৪। পূর্ব্বমহান স্বীকার ক'রে          পিতৃকৃষ্টি পূরণ যা'তে, উন্নতিতে ধরবি তাহা       বাড়বি তা'তে জাতির সাথে।৫।  পূর্ব্বতনের সূত্র ছিঁড়ে         আসুক নাকো যেই মহান, উন্মাদনা গেলেই ন

Pujaniya Acharya Shri shri Babai Da ' s' photos collection

Image
 পূজনীয় আচার্য শ্রী শ্রী বাবাই দা'র ছবির সংগ্রহ ।। আদর্শ মানুষের পরিচিতি। সন্তানের সু-সন্তান, সন্তানের সু-পিতা, সু-মাতা, স্বামীর সু-স্ত্রী, স্ত্রী সু-স্বামী, সমাজের সুবন্ধু এবং রাষ্ট্রের সু-নাগরিক একটা মানুষ যদি পরিচিতি লাভ করতে পারে তাহলে তাকে একজন আদর্শ মানুষ বলা যেতে পারে। এই আদর্শ মানুষ যতটা জন্মাবে তার নামক সবুজ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হবে। আমাদের ঈপিত আদর্শ একজন ব্যক্তিকে আদর্শের জন্য প্রয়োজন, আবার সেই ব্যক্তির একজন আদর্শ হতে হবে তারপিতা পরমপিতার আদর্শ অনুযায়ী উপযুক্ত একজন জায়া-র (অর্থাৎ যার মাধ্যমে পুত্র সন্তান জন্মাবেন)। আর তারজন্য প্রয়োজন যুগ পুরুষোত্তমের নিয়ম বৈধ ও সুপ্রজন সংস্কারে গুরুত্ব দেওয়া। যেমন গুরুত্ব দেওয়া হয় একটা আদর্শ পেডিগ্রীড ফুটবল তৈরির জন্য! সেই গুরুত্ব টা ধরে পালন করার জন্য পিতৃপক্ষ পালন করতে হবে।   তাই, সব ছেলের পরমপিতা শ্রীশ্রীঠাকুর তৈরি চন্দ্র বললেন, ''.....পরমপিতা বিশ্বধাতা, আর, আমরা হলাম আমাদের স্ব-ভাগ্যবিধাতা। স্রেষ্টার বেটা সেও এক স্বতন্ত্র স্তান। যার মতো চায়, সেচ্যুত করার ব্যবস্থা হয়।' পুজানিয়া আচার্য দেব বাবাই দা পরমপিতা হ