https://www.purusattom.com/

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য

                * শুভ ভাদ্র মাসের শ্রদ্ধার্ঘ্য * শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংক্ষিপ্ত দিব্য জীবনী ।। ****************************                             (১ম পর্ব)                      ভগবানের আবির্ভাব নারী ও পুরুষ উভয়ের সংঘাতে যখন উভয়ে নিজ-নিজ বৈশিষ্ট্যে উদ্দাম ও অবাধ হয়, উভয়ের উভয়ের প্রতি আকর্ষণ যেখানে উভয়কে মূঢ় করিয়া না তুলিয়া উদ্বুদ্ধ হইয়া আদর্শে আপ্রাণ হইয়া ওঠে---তেমনতর প্রকৃতি ও পুরুষেই ভগবান মূর্ত্ত হইয়া আবির্ভূত হন, আর, জীব ও জগৎকে সংবৃদ্ধির পথে আকর্ষণ করিয়া অমৃতকে পরিবেশন করেন ! ১৮৪। (চলার সাথী)  যে প্রকৃতি ও পুরুষকে অবলম্বন করে বর্তমান পুরুষোত্তম ভগবান শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, এই ধরাধামে---সেই লীলা-কাহিনী বর্ণনা করার মত সাধ্য এবং সাধনা আমার নেই। তথাপি অপটু লেখনীতে বিধৃত করার চেষ্টা করলাম। লেখনীর ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিলে সহৃদয় পাঠকদের কাছে চিরঋণী থাকব।   * * * * * *                                                              * অবিভক্ত বাংলার পাবনা * শহরের কমবেশী তিন কি. মি. পশ্চিমে পদ্মার উত্তর তীরের জঙ্গলে প

পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ডের বাণী "শিল্প"

 

সকল ইষ্টপ্রাণ ভাই-বোন দাদা-দিদিদের আমার রা-নন্দিত জয়গুরু।

সবার জন্য একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা রইলো পরমপিতার রাতুল চরণে---

শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গ ও  বাণী র মাঝে আমারা আমাদের জীবনের  চলার পথ খুঁজে পাওয়া যায়। শ্রী শ্রী ঠাকুরের অমৃত সুধা মধ্যে দিয়ে মনোবিজ্ঞান, জীববিজ্ঞান,দর্শনবিজ্ঞান সকল দিক নির্দেশনা দিয়েছেন।তাই আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের অমৃত বাণী গুলো মন দিয়ে পড় উচিত।


আজকের অংশবিশেষ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বর্ণিত 'অনুশ্রুতি' গ্রন্থের প্রথম খন্ড থেকে নেওয়া।




            বিষয় : শিল্প



শ্রম ক'রে আয় যে-জন ধরে

       সম্পদ তা'রে সেবা করে।১।



খেটে-খুটে দিলে আয়

      তবেই মানুষ অর্থ পায়।২।



বিনিময়ে আয়ের অর্থ

      যা' করবি তা'য় নিজের স্বত্ব।৩।



আয় যা'করিস তা'র বদলে

       কিনলে জানিস নিজের বলে।৪।




কাজ না ক'রে যে-জন পায়

       সেই পাওয়াতেই তা'রে খায়।৫।



আয়ে খাটিয়ে দেয় না

       লক্ষ্মীরে সে পায় না।৬।



খাটে-খোটে লোকসান

      মন্দ বুদ্ধি নিছক জান।৭।



দেয় না আয়, কেবল চায়

      শয়তানী তা'র পায়-পায়।


        নমস্কার বন্ধুরা। আমার পোস্ট টির বাণী গুলো যদি আপনাদের ভালো লাগে তবে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাদের উৎসাহিত করে তোলে।


             🙏 জয়গুরু।🙏

           বন্দে পুরুষোত্তমম্।।


         


   





Comments